চীন যুক্তরাষ্ট্রের সরকারি এবং বাণিজ্য সংক্রান্ত গোপন তথ্য চুরি করছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমেক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন।
হিলারির অভিযোগ, “চীন যুক্তরাষ্ট্রের সব কম্পিউটার হ্যাক করার চেষ্টা করছে।” তিনি সরকারকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান।
এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কম্পিউটারে বড় ধরনের হ্যাকিংয়ের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ জন্য চীনকে দায়ী করেছে।
যদিও চীন এই অভিযোগ অস্বীকার করেছে এবং তাদের দিকে আঙুল তোলা যুক্তরাষ্ট্রের ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণ বলে উল্লেখ করেছে।
চীনের দাবি তারাও এর আগে হ্যাকিংয়ের শিকার হয়েছে।
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে প্রার্থিতা ঘোষণা করেছেন হিলারি।
নিউ হ্যাম্পশায়ারে প্রচারাভিযান চালানোর সময় তিনি বলেন, “প্রতিরক্ষা ঠিকাদারদের কাছ থেকে চীন বিভিন্ন গোপন তথ্য চুরি করছে। নিজেদের সুবিধার জন্য তারা এরইমধ্যে সরকারি অনেক তথ্য চুরি করেছে।”
হিলারি আরো বলেন, চীনের সঠিক পথে উন্নতি তিনি দেখতে চান। তবে যুক্তরাষ্ট্রেরও ‘পূর্ণ সজাগ থাকা প্রয়োজন’ বলে মনে করেন তিনি