জনতার উত্তাল স্রোতে তুরস্কে ক্যু ব্যর্থ হওয়ার পথে

0

13681077_1033793426701966_5303718722780386437_n

আন্তর্জাতিক ডেস্কঃ জনতার উত্তাল স্রোতে তুরস্কে সেনাবাহিনীর একাংশের ক্যু ব্যর্থ হওয়ার পথে । সেনা ক্যুয়ের বিরুদ্ধে লাখো জনতা তুরস্কের জাতীয় পতাকা ও প্রেসিডেন্ট এরদোয়ানের ছবি রাস্তায় নেমেছে লাখো জনতা। নৌ বাহিনীর প্রধান এ ক্যুতে তার ও তার বাহিনীর সমর্থন নেই বলে জানিয়েছে।

প্রেসিডেন্ট এরদোয়ান এক বিবৃতিতে এ ক্যু সফল হবেনা বলে জানান এবং জনতাকে রাস্তায় নামতে বলেন। ফেতুল্লাহ গুলেন মুভমেন্টের সমর্থক সেনা সদস্যরা এ ঘটনার নেতৃত্ব দিচ্ছে।

মোটামুটি সকল রাজনৈতিক দল সরকারের পক্ষে আছে বলে বিবৃতিতে জানিয়েছে।

এদিকে ক্যুপন্থিদের কার্ফু অগ্রায্য করে রাস্তায় নেমেছে গণতন্ত্রপন্থিরা ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More