ভারতের জম্মু ও কাশ্মীরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৩৫টি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে পাকিস্তানী রেঞ্জার্স সেনারা। রবিবার রাতে এ ঘটনা ঘটে। জবাবে বিএসএফও পাল্টা হামলা চালিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলি চলছিল।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানী সীমান্ত বাহিনী রেঞ্জার্স সদস্যরা কোনো রকম উস্কানি ছাড়াই রামগড়, আরনিয়া, আরএস পুরা ও কানাচক এলাকায় আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ’র বিভিন্ন তল্লাশি চৌকিতে ভারী ক্ষেপণাস্ত্র ও মেশিনগান দিয়ে হামলা চালায়। বিএসএফও পাল্টা গুলি ছোড়ে। এ সময় দুই ভারতীয় আহত হন।
প্রসঙ্গত, বিজেপির নেতৃত্বে নরেন্দ্র মোদি সরকার গঠন করার পর পাক-ভারত সীমান্তে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। চলছে হামলা-পাল্টা হামলার ঘটনা। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন হতাহতও হয়েছে। অনেকটা কূটনৈতিক দূরত্বও সৃষ্টি হয়েছে দু’দেশের মধ্যে। আর রোববারের এই ঘটনা সবচেয়ে বড় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বলে বিবেচনা করা হচ্ছে। সূত্র :এনডিটিভি
Prev Post