সুনামির সতর্কতা জারি করল জাপান প্রশাসন। মঙ্গলবার জাপানের উত্তর-পূর্ব উপকূলবর্তী অঞ্চলে ভূমিকম্প হয়। এর পরেই সুনামি সতর্কতা জারি করেছে জাপান প্রশাসন।
মঙ্গলবার জাপানের স্থানীয় সময় সকাল আটটা নাগাদ এই ভূমিকম্প হয়েছে।
রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯। গভীরতা ছিল ১০ কিলোমিটার। এর পরেই জাপান প্রশাসন তরফে উপকূলবর্তী অঞ্চল থেকে দেশের নাগরিকদের সরে আসার নির্দেশ দেয়া হয়েছে। মনে করা হচ্ছে সুনামি হলে তার ব্যাপ্তি থাকবে এক মিটার।
২০১১ সালের মার্চ মাসেও এই একই অঞ্চলে তীব্র সুনামি হয়েছিল।