সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা) এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সকলকে কিং ফাহাদ হাসপাতালে নেয়া হয়েছে।
নিহতরা হলেন- কুমিল্লার একরামুল হাসান, বরিশালের ফয়সাল, টাঙ্গাইলের সৈকত এবং চট্টগ্রামের মারজুক। নিহতরা সকলেই জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।