টাইমস স্কোয়ারে কি বন্ধ হচ্ছে নগ্ন মহিলার ভিড়!

0
Times Squareশুক্রবার বিকেলে পেনিসিলভেনিয়ার হ্যারওভার শহরের জন ও কেথি ওয়াটস টাইমস স্কোয়ারে বসে মদ খাচ্ছিলেন আর নারীদের মূকাভিনয় উপভোগ করছিলেন। বেশিরভাগ দিনই বিকেলবেলা এরকম অনেক পুরুষই ডজনখানেক নগ্ন নারীর মহড়া দেখতে টাইমস স্কোয়ারে ভিড় করেন। পর্যটকদের সাথে ছবি তুলে টাকা আয় করেন এই নারীরা।
কিন্তু টাইমস স্কোয়ার থেকে নগ্নতা দূর করতে নিউইয়র্কের মেয়র উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা করেছেন। এর পর থেকেই অর্ধনগ্ন নারীদের আর দেখা মিলছে না। শুক্রবারই মেয়র ডি ব্ল্যাসিও এ বিষয়ে তার অবস্থান পুর্নব্যক্ত করে জানান, টাইমস স্কোয়ারে অর্ধনগ্ন নারীদের উপস্থিতি বন্ধ করতে সম্ভাব্য বিভিন্ন উপায় ভেবা হচ্ছে। যার মধ্যে প্রয়োজনে ওই স্থানটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত রয়েছে।
মেয়র বলেন, “টাইমস স্কয়ারে এসব নগ্ন-অর্ধনগ্ন নারীদের উপস্থিতি ‘বিরক্তিকর’ এবং তারা যেভাবে অর্থ উপার্জনের পথ বের করেছিলেন তা আমার কাছে পুরোপুরি অনুপযুক্ত মনে হয়েছে।” প্রসঙ্গত, সম্প্রতি টাইমস স্কোয়ারে অর্ধনগ্ন হয়ে শরীরে রং মেখে ও বিভিন্ন সুপারহিরোর পোশাকে সেজে অনেক মহিলাই আসেন। এরাই পর্যটক আকর্ষণ করে তাদের সঙ্গে সময় কাটিয়ে ও ছবি তুলে অর্থ উপার্জন করেন। কর্তৃপক্ষ বারবার সাবধান করলেও তাঁদের এই কর্মকাণ্ড বন্ধ হয়নি।

মেয়র বিল ডি ব্ল্যাসিও, নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার উইলিয়াম ব্র্যাটন ও প্ল্যানিং কমিশনার কার্ল ওয়েইসব্রডের নিয়ে গঠিত টাস্কফোর্সের আগামী ১ অক্টোবরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন পেশ করার কথা।

Times Square2

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More