কিন্তু টাইমস স্কোয়ার থেকে নগ্নতা দূর করতে নিউইয়র্কের মেয়র উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা করেছেন। এর পর থেকেই অর্ধনগ্ন নারীদের আর দেখা মিলছে না। শুক্রবারই মেয়র ডি ব্ল্যাসিও এ বিষয়ে তার অবস্থান পুর্নব্যক্ত করে জানান, টাইমস স্কোয়ারে অর্ধনগ্ন নারীদের উপস্থিতি বন্ধ করতে সম্ভাব্য বিভিন্ন উপায় ভেবা হচ্ছে। যার মধ্যে প্রয়োজনে ওই স্থানটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত রয়েছে।
মেয়র বিল ডি ব্ল্যাসিও, নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার উইলিয়াম ব্র্যাটন ও প্ল্যানিং কমিশনার কার্ল ওয়েইসব্রডের নিয়ে গঠিত টাস্কফোর্সের আগামী ১ অক্টোবরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন পেশ করার কথা।