মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ২০ বছর বয়সী এক ব্রিটিশ যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মাইকেল স্টিভেন স্যানফোর্ড নামের ওই যুবক এখন নেভাদা অঙ্গরাজ্যের পুলিশি হেফাজতে।
এর আগে, গত শনিবার লাস ভেগাসে ট্রাম্পের সমাবেশে পোশাকধারী এক পুলিশ কর্মকর্তার অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করার পর মাইকেল স্যানফোর্ডকে গ্রেফতার করা হয়।
আদালতে জমা দেয়া নথিপত্র অনুযায়ী পুলিশি হেফাজতে স্যানফোর্ড বলেছেন, ক্যালিফোর্নিয়া থেকে গাড়ি চালিয়ে শুধুমাত্র ট্রাম্পকে গুলি করার জন্য তিনি নেভাদায় আসেন।[ads1]
আদালতের নথিপত্রে উল্লেখ রয়েছে যে মাইকেল স্যানফোর্ড প্রায় বছরখানেক যাবত এই হামলার পরিকল্পনা করছিলেন এবং গত শুক্রবার একটি শুটিং রেঞ্জে গিয়ে অস্ত্র চালনাও শেখেন। সেখানে তিনি একটি পিস্তল থেকে ২০ রাউন্ড গুলি করেন।
আদালতের নথিপত্রে তার বরাত দিয়ে বলা হয়েছে, তিনি ধারণা করেছিলেন যে হামলার সময় তার নিজেরও মৃত্যু হতে পারে। এমনকি এই সুযোগটি হাতছাড়া হয়ে গেলে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য অ্যারিজোনায় অপর একটি ট্রাম্প সমাবেশের টিকেটও তার কাছে ছিল।[ads2]