এ অবস্থায় তাইওয়ান সরকার সে দেশের লোকজন বিশেষ করে বয়স্কদের গরম পোশাক পরিধান করতে ও ঠাণ্ডা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
শুধু তাইওয়ান নয়, পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোতেও প্রচণ্ড শীত পড়েছে। তুষারপাতের কারণে দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের বিমানবন্দরটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে ওই বিমানবন্দরের পাঁচ শতাধিক আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ ফ্লাইট। ফলে ওই দ্বীপটিতে আটকা পড়েছে ৬০ হাজারের মত পর্যটক।
একই অবস্থা বিরাজ করছে হংকং, জাপান ও চীনের দক্ষিণ অংশে। তুষারপাতের কারণে জাপানে কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরো শতাধিক মানুষ।