ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার বিকেলে মাদুরাই জেলায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে তামিলনাড়ুর একটি সরকারি বাস যাত্রীসহ তিরুনেলভেলি থেকে কেরলের কুমিলি যাচ্ছিল। মাদুরাই জেলায় পৌছানোর পর হঠাৎ করেই একটি সিমেন্টবাহী লরির সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। মূলত লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাসটিকে ধাক্কা মারে।
সংঘর্ষের ফলে ঘটানস্থলেই বাসের ১০ যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হয় আরও অন্তত ২৫ জন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এবং লাশগুলোও উদ্ধার করে। আহতরা মাদুরাইয়ের রাজাজি সরকারি হাসপাতাল এবং তিরুমঙ্গলম সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানায় পুলিশ।
Next Post