তামিলনাড়ুতে স্পষ্টই এগিয়ে আছেন আম্মা জয়ললিতা। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে এমনটাই বলছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে এখন চলছে ভোট গণনা। সবশেষ প্রাপ্ত ১৯৪ আসনের ফলাফলে ১১৫ আসন নিয়ে এগিয়ে আছে আম্মার অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনিত্রা কাঝাগম (এআইএডিএমকে)। তীব্র প্রতিদ্বন্দ্বী কে করুণানিধির ডিএমকে (দ্রাবিড় মুনিত্রা কাঝাগম) ৭৯ আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এ রাজ্যে এখন পর্যন্ত অন্য কোনো দলের কোনো আসন পাওয়ার খবর পাওয়া যায়নি। যদিও বুথ ফেরত জরিপে তৃতীয় শক্তি হিসেবে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কান্তের দল পিপল ওয়েলফেয়ার ফ্রন্ট অ্যালায়েন্সের কথা বলে সংবাদমাধ্যম।