তালেবানের সাথে শান্তি আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে চার পক্ষীয় আলোচনার দ্বিতীয় দফা আজ সোমবার কাবুলে শুরু হয়েছে। আফগানিস্তানে জঙ্গি সহিংসতা ব্যাপক বৃদ্ধির মধ্যেই এ আলোচনা শুরু হলো। আফগান রাজধানীতে আয়োজিত একদিনের এ বৈঠকে আফগানিস্তান, পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ১৪ বছরের সহিংসতা আলোচনার মাধ্যমে অবসানের চেষ্টা চালাচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ শাকিব মোস্তাঘনি এএফপিকে বলেন, ‘বৈঠকটি গুরুত্বপূর্ণ কারণ আফগানিস্তানে শান্তি আনতে আলোচনায় রোডম্যাপের ওপর বেশী গুরুত্ব দেয়া হবে।’ আফগান পররাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন রাব্বানি চার দেশীয় এ বৈঠকের উদ্বোধন করেন। উল্লেখ্য, কাবুল ও তালেবানের মধ্যে সরাসরি আলোচনার জন্য চার দেশের মধ্যে গত সপ্তাহে ইসলামাবাদে এ রোডম্যাপ নিয়ে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়।