তিন দিনের ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাঁদ। আজ (রোববার) বেলা ১টায় ভারতের চণ্ডীগড়ে পৌঁছান ওলাঁদ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাঞ্জাব এবং হরিয়ানার গভর্নর কাপ্তান সিং সোলাঙ্কি এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
প্রেসিডেন্ট ওলাঁদ পৌঁছানোর কিছুক্ষণ আগে এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘ফরাসী প্রেসিডেন্টকে উষ্ণ অভিনন্দন জানাই। প্রজাতন্ত্র দিবসে তাকে প্রধান অতিথি হিসেবে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং সম্মানিত বোধ করছি।’ পরে চন্ডীগড়ের ঐতিহাসিক রক গার্ডেনে ফ্রাসোয়া ওলাঁদকে উষ্ণ অভ্যর্থনা জানান মোদি।
মোদি ও ওলাঁদ ভারত-ফ্রান্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও এসেছেন। তিনি চণ্ডীগড়ে কয়েকটি পর্যটনকেন্দ্র রক গার্ডেন, ক্যাপিটাল কমপ্লেক্স, সরকারি যাদুঘর এবং আর্ট গ্যালারি পরিদর্শন করবেন।
ওলাঁদ আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লীর রাজপথে ঐতিহাসিক কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।