ধর্মনিরপেক্ষ তুরস্কে এই প্রথম আইসেন গুরকান নামের এক হিজাবি নারীকে মন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে। ৫২ বছর বয়সী এই শিক্ষাবিদ দেশটির নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের পরিবার ও সামাজিক নীতি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পাল করবেন।
তুরস্কে ১ নভেম্বর ভোট হওয়ার কথা রয়েছে।
তিন সন্তানের জননী আইসেন যুব ও শিক্ষা ফাউন্ডেশনের সদস্য। এই সংস্থায় তার সহযোগী হচ্ছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ছেলে বিলাল এরদোগান।
তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক দেশটিতে যে কঠোর ধর্মনিরপেক্ষতা চালু করেন তাতে হিজাব পরা কোনো নারীর রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত থাকার সুযোগ ছিল না।
তবে এরদোগান সরকার গত দুই বছরে শিক্ষা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নারী ও মেয়েদের হিজাব পরার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন।
দেশটির সেক্যুলাররা অবশ্য এসব পদক্ষেপের সমালোচনা করছে। সূত্র: এএফপি