সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে হামলার জন্য তুরস্কের একটি ঘাঁটিতে যুদ্ধবিমান মোতায়েন করেছে সৌদি আরব।
সৌদি সেনাবাহিনীর জেনারেল আহমেদ আল-আসিরির বরাত দিয়ে রোববার বিবিসি জানায়, সৌদি আরব বিশ্বাস করে আইএসের বিরুদ্ধে লড়াইতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে সিরিয়ায় সৈন্য মোতায়েন করতে হবে। আর সৌদি তাতে অংশ নিতে প্রতিজ্ঞাবদ্ধ।
এতে করে এই প্রথম সৌদি আরবের পক্ষ থেকে যুদ্ধবিমান মোতায়েনের বিষয়টি নিশ্চিত করা হলো।
জেনারেল আল-আসিরি বলেছেন, এখন পর্যন্ত তুরস্কে শুধুই যুদ্ধবিমান পাঠানো হয়েছে, কোনো সৈন্য পাঠানো যায়নি।
এদিকে গত কয়েকদিনে তুরস্ক সিরিয়ার ভেতর সেনা অভিযানের কথা বলছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সৌদি আরবের সঙ্গে মিলে সিরিয়ায় সেনা অভিযানের পরিকল্পনা করছেন তারা।
Prev Post
Next Post