দক্ষিণ কোরিয়ার পর্যটন দ্বীপ জেজুতে তুষার ঝড়ে সোমবার প্রায় ৮৬ হাজার লোক আটকা পড়েছে। দ্বীপটিতে গত তিন দশকের মধ্যে এ বছর সবচেয়ে ভয়াবহ তুষার ঝড় আঘাত হেনেছে। প্রতিকূল আবহাওয়ায় যে কোন ধরনের দুর্ঘটনা এড়াতে সেখানকার বিমানবন্দর টানা তিন দিনের জন্য বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে জাপান টাইমস।
বেশ কয়েকটি সৈকতের জন্য দক্ষিণ কোরিয়ার এই দ্বীপটি হাওয়াই হিসেবে খ্যাত। সেখানকার আবহাওয়া সাধারণত উষ্ণ থাকে। জেজুতে গত এক সপ্তাহ ধরে তীব্র ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। শনিবার থেকে জনপ্রিয় এই অবকাশ যাপন কেন্দ্রটিতে ৩ দশকের মধ্যে সবচেয়ে ভারি তুষারপাত হয়েছে। এ সময় তাপমাত্রা হ্রাস পেয়ে হিমাঙ্কের ৬.১ ডিগ্রি নিচে নেমে যায়।
দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, ভারি তুষারপাত ও শক্তিশালী বাতাসের কারণে জেজু আন্তর্জাতিক বিমানবন্দরটি স্থানীয় সময় সোমবার রাত ৮টা (গ্রিনিচ মান সময় ১১০০) পর্যন্ত বন্ধ থাকবে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সপ্তাহ শেষে ও সোমবার প্রায় ১,১০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে দ্বীপটিতে ঘুরতে আসা প্রায় ৮৬ হাজার পর্যটক আটকা পড়েছে। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও কয়েক হাজার লোক বিমানবন্দরে রাত কাটাতে বাধ্য হয়েছে।
Prev Post