ঢাকা: থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৯ জন নিহত ও ১১ জন গুরুতরভাবে আহত হয়েছে। এরমধ্যে আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার মধ্যরাতে দেশটির পিটচাবান প্রদেশের লম সাক জেলায় এই দুর্ঘটনাটি ঘটে। বাসটি পিটচাবান থেকে উত্তরাঞ্চলীয় প্রদেশ চিয়াঙ রাই যাচ্ছিল।
পিটচাবান প্রদেশের পুলিশ কমান্ডার মেজর জেনারেল সুকিত সামানা বলেন, ‘আমরা ধারণা করছি বাস চালানোর সময় চালক হয়তো ঘুমিয়ে পড়েছিল। আমরা খাদের নিচ থেকে ২৮টি মৃতদেহ উদ্ধার করেছি। পরে একজন হাসপাতালে মারা যায়। খাদটি ছিল ৩০ মিটার গভীর।’ বাসটিতে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।