থাইল্যান্ডের পর্যটন দ্বীপ কোহ সমুইয়ে হাতির পায়ের তলায় পড়ে এক ব্রিটিশ পর্যটক প্রাণ হারিয়েছেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে থাই পুলিশ। এএফপির এক প্রতিবেদনে মঙ্গলবার এ কথা জানানো হয়।
নিহত পর্যটকের নাম গারেথ ক্রো। ৩৬ বছর বয়সী গারেথ সোমবার বিকেলে মেয়েকে নিয়ে হাতির পিঠে চড়েন। সঙ্গে মাহুত থাকা সত্ত্বেও হঠাৎ করে হাতিটি তাঁদের পিঠ থেকে ছুঁড়ে ফেলে।
সামুই জেলার প্রধান পাইবুন ওমার্ক জানান, গরম পড়ায় হাতিটি ক্ষিপ্ত হয় বলে মনে হচ্ছে। আর মাহুতের সঙ্গে চলাফেরায়ও হাতিটি তেমন অভ্যস্ত ছিল না।
পাইবুন আরো জানান, গারেথের একটি পা কৃত্রিম ছিল। তাই তিনি দৌড়ে পালাতে পারেননি।
Prev Post
Next Post