গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশে এখন সুস্থ ধারার রাজনীতি করার পরিবেশ নেই। আর এ অবস্থা জনগণ বেশি দিন মেনে নেবে না।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণফোরাম আয়োজিত এক স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
ড. কামাল বলেন, দুই বড় দল জনগণের শান্তি কেড়ে নিচ্ছে। শুধু তাই নয়, মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। গণমাধ্যমের কণ্ঠও রোধ করে রাখা হয়েছে। জনগণ এ অবস্থা বেশি দিন মেনে নেবে না।
তিনি বলেন, ‘এ অবস্থায় রাজনীতি করা কঠিন। কথা বললেই দোষ খোঁজা হয়, কথার বিকৃত ব্যাখ্যা দাঁড় করানো হয়। এনিয়ে আক্রমণ করা হয় ও শত্রু ভাবা হয় যা খুবই দুঃখজনক।’
গণফোরাম সভাপতি বলেন, ‘১৯৭১ সালে যে স্বপ্ন দেখেছিলাম তা এখনো বাস্তবায়ন হয়নি। দেশ কোনো দলের নয়। কোনো দল জনগণের স্বার্থ-অধিকার সংরক্ষণ না করে এবং জনগণকে বাদ দিয়ে ক্ষমতায় থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।