বাংলা নতুন বছরে বিশ্বের সব বাঙালিকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ রবিবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, ওবামার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের বহুজাতিক সাংস্কৃতিক রাষ্ট্র গঠনে বাঙালি সংস্কৃতির অবদান স্বীকার করে কেরি বলেছেন, ‘বাংলা ভাষাভাষীদের আহার্য ও সংগীত থেকে শুরু করে কবিতা, শিল্প, সাহিত্য পর্যন্ত সকল সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।
বাঙালির নতুন বছর উদযাপনে যুক্তরাষ্ট্রও সঙ্গে থাকছে বলে জানিয়েছেন কেরি।