ঢাকা: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের কড়া সমালোচনা করেছেন। মাওলানা নিজামীকে ‘মুজাহিদ’ সম্বোধন করে এরদোগান বলেছেন, মাওলানা নিজামী ‘কোনো অপরাধ করে থাকতে পারেন বলে আমরা বিশ্বাস করি না।’
শুক্রবার ইস্তাম্বুলে এক সমাবেশে এরদোগান বলেন, ‘আজ বাংলাদেশে প্রায় ৭০ বছর বয়সী একজন মুজাহিদের বিরুদ্ধে ফাঁসির রায় দেয়া হয়েছে। যিনি এ পৃথিবীতে কোনো ধরনের অপরাধ করে থাকতে পারেন বলে আমরা বিশ্বাস করি না। আমরা সব ধরনের সম্ভাব্য পদক্ষেপ নেয়ার পরও এবং কারো ঘৃণার প্রতি ভ্রুক্ষেপ না করে ফাঁসি দেয়ার হার বেড়েই চলছে। এভাবে ফাঁসি দেয়ার মানসিকতাকে আমি ন্যায়সঙ্গত শাসন কিংবা গণতান্ত্রিক মানসিকতা বলে মনে করি না।’
তুরস্কের প্রেসিডেন্টের সরকারি ওয়েবসাইটে এ খবর প্রকাশ করা হয়েছে।
ইস্তাম্বুল শহরে জুমার নামাজ শেষে আইয়্যুপ সিটি করপোরেশনের একটি সেবা কেন্দ্র ভবন উদ্বোধনের সময় এক সমাবেশে বক্তব্যকালে এরদোগান এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘বর্তমানে বাংলাদেশে যা ঘটছে তার ব্যাপারে যারা কোনো কথা বলছেন না তারাও এর দায়ভার থেকে মুক্ত থাকতে পারেন না।’
মুসলিম বিশ্বের নানা ইস্যুতে ধর্মভীরু এরদোগান সবসময়ই সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।
সমাবেশে এরদোগান বলেন, সিরিয়া যুদ্ধে ১ কোটি ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬ লাখ মানুষ নিহত হয়েছে। এই অপরাধের দায় থেকে কোনো মুসলিমই মুক্ত থাকতে পারেন না।
বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির বিরুদ্ধে এর আগেও অবস্থান ব্যক্ত করেছে উদীয়মান মুসলিম পরাশক্তি হিসেবে খ্যাত তুরস্ক। ২০১৩ সালের ডিসেম্বরে জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ফাঁসি স্থগিত রাখার অনুরোধ করেছিলেন তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী এরদোগান।
এরপর গত বছর নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করায় দুঃখ প্রকাশ করে তুরস্ক। সেই সাথে বাংলাদেশকে জাতীয় সংহতি প্রতিষ্ঠার আহ্বান জানায় দেশটি। মৃত্যুদণ্ড বিলোপকারী একটি দেশ হিসেবে তুরস্ক বলছে, এই পদ্ধতিতে অতীতের ক্ষত নিরসন করা সম্ভব না।’