[ads1]বাস্তিল দিবসে ফ্রান্সের নিস শহরে জন্ম নেয় একটি শিশু। গত বৃহস্পতিবার সন্ত্রাসী হামলার মাঝে শহরটির রেস্তোরাঁয় আত্মগোপনকারী এক নারী শিশুটির জন্ম দেন। আতঙ্কের জেরেই আচমকা প্রসব করেন বলে জানা গেছে।
স্বামী ও সন্তানদের নিয়ে বাস্তিল দিবসে আতস বাজির প্রদর্শনী দেখতে নিসের প্রোমেনাদ দেজাংলেতে উপস্থিত হয়েছিলেন ওই নারী। ৯ মাসের গর্ভবতী ছিলেন। সেই রাতে হামলাকারী ট্রাকচালক বোহলেল ৮৪ জনকে হত্যা করে।
জঙ্গি হামলার কথা ছড়িয়ে পড়লে নিসের একটি বিচ রেস্তোরাঁয় ঢুকে পড়েন ওই নারী ও তার পরিবার।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেস্তোরাঁর টেরাসে পৌঁছে হঠাৎ তীব্র প্রসব বেদনা অনুভব করতে শুরু করেন আতঙ্কে অস্থির নারী। সঙ্গে সঙ্গে তাকে রান্নাঘরে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত একজন চিকিৎসকের সহায়তায় সন্তানের জন্ম দেন ওই নারী।[ads2]
Next Post