বিমান হামলায় এক আফগান তালেবান নেতা নিহত হওয়ার দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। শনিবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে পাকিস্তানের আহমাদ ওয়াল শহরের কাছে মোল্লা মানসুর আখতার ও তার এক যোদ্ধাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে তিনি মারা যান।
রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মোল্লা মানসুরকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। তবে ওই হামলায় তালেবানপ্রধান নিহত হয়েছেন কি না, তা তারা পর্যালোচনা করার কথা জানিয়েছে।
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, ‘আমরা এখনো হামলার ফলাফল পর্যালোচনা করছি। এ ব্যাপারে আরও তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।’
মোল্লা মানসুরের নিহত হওয়া নিয়ে এর আগেও খবর বেরিয়েছিল। তবে তখন তালেবানের পক্ষ থেকে ওই খবর নাকচ করা হয়।
২০১৩ সালে তালেবানের প্রতিষ্ঠাতা প্রধান মোল্লা ওমর মারা যান। এরপর ২০১৫ সালের জুলাইয়ে তার স্থলাভিষিক্ত হন মোল্লা মানসুর।