ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন দীর্ঘ সময় ‘নিখোঁজ’ থাকার ঘটনায় ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের হাই কমিশনার সুজা আলমকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মো. খুরশেদ আলমের কার্যালয় থেকে মঙ্গলবার দুপুরে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে কথা বলতে রাজি হননি সুজা আলম। শুধুমাত্র “নো কমেন্টস” বলেই তিনি চলে যান।
ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের প্রেস উইংয়ের পার্সোনাল স্টাফ জাহাঙ্গীর হোসেন সোমবার বিকেলে মেয়েকে কোচিং থেকে আনতে যাওয়ার সময় নিখোঁজ হন। দীর্ঘ সময় তার ফোনও বন্ধ থাকে। এরপর রাত দেড়টার দিকে তিনি বাড়ি ফেরেন বলে জানান বাংলাদেশের হাই কমিশনার সোহরাব হোসেন।
জাহাঙ্গীরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল কি না, নিলে কারা নিয়েছে—এসব প্রশ্নের স্পষ্ট কিছু জানা যায়নি।
‘সন্দেহজনক গতিবিধি’র কারণে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের এক কর্মী গুলশান থেকে পুলিশের হাতে আটক হওয়ার পরপরই ইসলামাবাদে জাহাঙ্গীরের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।
Prev Post
Next Post