ঢাকা: পাকিস্তানের সিন্ধ প্রদেশে দাবদাহে শনিবার পর্যন্ত ১৪১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করাচিতেই মারা গেছে ১শ ৩২ জন। বাকি নয় জনের মৃত্যু হয়েছে প্রদেশের অন্য তিনটি জেলায়। রোববার দেশটির প্রাদেশিক স্বাস্থ্য সচিব সাইদ মাংনেজো এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, গরম বেড়ে যাওয়ার ফলে প্রাদেশিক সরকার রাজ্যের সকল হাসপাতালে জরুরি অবস্থা জারি করেছে। ডাক্তার এবং অন্যান্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এবং হাসপাতালগুলোতে ওষুধ সরবরাহ বাড়ানোর কথাও বলা হয়েছে।
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচির তাপমাত্রা শনিবার ৪৫ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছেছিল। এর আগে শহরটিতে ১৯৭৯ সালে জুনের দিকেে এত বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তখন সেখানকার তাপমাত্রা হয়েছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস।
শহরের সরকার নিয়ন্ত্রিত জিন্নাহ হাসপালের জরুরি বিভাগের প্রধান ড. সেমিন জামালি বলেছেন, এই হাসপাতালে গত কয়েক দিনে ১শর বেশি লোক মারা গেছে। তারা সবাই হিট স্ট্রোকে মারা গেছেন বলে তিনি জানিয়েছেন। শনিবার বিকেল পর্যন্ত করাচিতে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে পাক কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে করাচি বিশ্ববিদ্যালয়ে আগামী এক মাসের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।