আর্ন্তজাতিক ডেস্ক : পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উপজাতীয় এলাকাগুলোতে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জঙ্গি নিহত হয়েছে। তালেবান জঙ্গিদের বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযানের অংশ হিসেবে হামলাটি চালানো হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
পাকিস্তানের বৃহত্তম নগরী করাচিতে এক হামলায় ৪৫ সংখ্যালঘু শিয়া ইসমাইলি মুসলিম নিহত হওয়ার দু’দিন পর এই অভিযান চালানো হলো।
ইসলামিক স্টেট (আইএস) এবং তালেবান জঙ্গিদের জুনদুল্লাহ্ গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
এর আগে এই গোষ্ঠীটির সঙ্গে আইএস-এর মিত্রতা বলে জানা গিয়েছিলো।
প্রাদেশিক রাজধানী মিরানশাহ্ থেকে ৬৫ কিলোমিটার (৪০ মাইল) পশ্চিমে উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় এলাকার শাওয়াল জেলার ওয়ারেকা মান্ডি এলাকায় এ অভিযান চালানো হয়। বিমান বাহিনীর বিমান আফগান সীমান্তবর্তী ঘন জঙ্গল পরিবেষ্টিত পার্বত্য এলাকা জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালায়।
মিরানশাহ্’র এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, ‘বিমান বাহিনীর বিমানগুলো আফগান সীমান্তবর্তী ঘন জঙ্গলে অভিযান চালিয়ে অন্তত ১৭ জঙ্গিকে হত্যা করেছে। এই হামলায় জঙ্গিদের তিনটি কম্পাউন্ড ও পাঁচটি গাড়ি ধ্বংস হয়েছে।’
কর্মকর্তারা জানান, এই অভিযানে নিহতদের মধ্যে উজবেক ও আফগান নাগরিক রয়েছে। এদের মধ্যে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিপিপি)’র সদস্যরাও রয়েছে।
স্থানীয় দুই বাসিন্দা এই হামলার সত্যতা নিশ্চিত করেছেন। পেশোয়ার থেকে সামরিক কর্মকর্তারা বলেন, তাদের পক্ষে এই হামলায় নিহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব নয়।
কিন্তু তারা ওই এলাকায় হামলার সত্যতা নিশ্চিত করেছেন। জানুয়ারি মাসের শেষ দিকে এক আত্মঘাতী বোমা হামলায় ৬২ শিয়া মুসলিম নিহত হওয়ার পর বুধবারের হামলাটি পাকিস্তানী সংখ্যালঘু শিয়া ইসমাইলিয়া মুসলিম সম্প্রদায়ের ওপর চলতি বছরের দ্বিতীয় ভয়াবহ হামলার ঘটনা।
Prev Post