ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসের এক পানশালায় রোববার রাতে অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। হামলার পর বন্দুকধারী পালিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানায়, প্যারিসের আবাসিক এলাকায় অবস্থিত পানশালাটির বারান্দায় ওই হামলার ঘটনাটি ঘটে। হামলাকারী খুব কাছ থেকে গুলি করে ওই দুই নারী পুরুষকে হত্যা করেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। কী কারণে তাদের হত্যা করা হয়েছে সেটিও পরিষ্কার নয়। পুলিশের ক্রাইম স্কোয়াড ঘটনার তদন্ত শুরু করেছে।
ফ্রান্সের বার বা পানশালাগুলোতে কড়া পুলিশ প্রহরা থাকায় সেখানে এ ধরনের সশস্ত্র হামলার ঘটনা সাধারণত দেখা যায় না। সেখানকার পানশালাগুলো বিদেশি পর্যটকদের কাছে অত্যান্ত আকর্ষণীয় বিষয়।