[ads1]ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা ইরাকের ফাল্লুজা উদ্ধারে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় ইরাকি বাহিনীর বহু সেনা নিহত হওয়ার পাশাপাশি আইএসেরও কমপক্ষে ৩০০ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন।
গতকাল বুধবার এসব হামলায় জঙ্গিদের ব্যবহৃত অন্ততপক্ষে ৪০টি গাড়ি ধ্বংস করা হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন।
মার্কিন কর্মকর্তাদের দেওয়া এই তথ্য সঠিক হলে তা হবে জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে চালানো হামলাগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী।
তবে দখলকৃত ভূমি হারালেও বিদেশের মাটিতে আইএসের হামলা চালানোর সামর্থ্যের ব্যাপারে উদ্বেগ এখনো কাটেনি।
বুধবার তুরস্কের ইস্তাম্বুলের প্রধান বিমানবন্দরে তিনটি আত্মঘাতী বোমা হামলা ও গুলি চালিয়ে ৪২ জনকে হত্যার ঘটনায় তুর্কি কর্তৃপক্ষ আইএসকে দায়ী করছে।
সিআইএ’র প্রধান জন ব্রেনান বলেন, আমি মনে করি, আমাদের জোটের মিত্রদের সঙ্গে নিয়ে আমরা ইরাক ও সিরিয়ায় যেখানে আইএসআইএস-এর অধিকাংশ সদস্যরা রয়েছেন সেখানে উল্লেখযোগ্য কিছু অগ্রগতি অর্জন করেছি।
সম্প্রতি ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযান নতুন গতি পেয়েছে। ইসলামিক স্টেটের দখল থেকে ফাল্লুজা উদ্ধার করে জয় ঘোষণা করেছে ইরাক সরকার।[ads2]
সূত্র; ইরাকিনিউজ.কম