অধিকৃত পশ্চিম তীরে আরও এক ফিলিস্তিনি যুবককে হত্যা করা হয়েছে। ইসরায়েলি সেনাদের দিকে ছুরি হাতে তেড়ে গেলে তাকে গুলি করা হয়। শনিবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত যুবকের নাম ইয়াজান ওমর জামিল খাসিব (২৩)। শুক্রবার (১৭ মার্চ) রামাল্লার কাছে আল বিরহ শহরের উত্তর দিকের প্রবেশপথে তাকে গুলি করা হয়।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের সদস্যরা এক সন্দেহভাজন যুবককে নিজের পরিচয় দিতে বলে। এ সময় যুবকটি তাদের দিকে ছুরি হাতে তেড়ে যায় এবং ইসরায়েলি সেনারা গুলি চালায়।
অবশ্য এর একদিন আগেই বৃহস্পতিবার (১৬ মার্চ) জেনিনে এক কিশোরসহ চার ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা।
শুক্রবারের এ প্রাণহানির ঘটনায় চলতি বছর পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত মোট ফিলিস্তিনির সংখ্যা ৮৪ জনে পৌঁছেছে। অন্যদিকে ২০২৩ সালে ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিভিন্ন হামলায় ১৪ জন নিহত হয়েছে। ইসরায়েলি অভিযানে ২০২২ সালে ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছিল, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।