নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ওপর দিয়ে ইসরায়েলের গোয়েন্দা ড্রোন চালানোর প্রতিশোধে ফিলিস্তিনে দ্রুত অস্ত্র পাঠানোর ঘোষনা দিয়েছে ইরান। এর আগে ইসরায়েলি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে ইরানের ‘রেভ্যুলিউশনারি গার্ডস’।
সোমবার এক সামরিক কমান্ডারের বরাতে এ খবর নিশ্চিত করে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এ বিষয়ে ইরানের বিশেষ ‘রেভ্যুলিউশনারি গার্ডস’ এয়ার ফোর্স কমান্ডার জেনারেল আসির-আলি হাজিজাদেহ বলেন, ফিলিস্তিনের পশ্চিম তীরে আমরা দ্রুত অস্ত্র পাঠাবো। আমরা যেকোনো প্রতিক্রিয়া দেখানোর অধিকার রাখি। সোমবার ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ওপর দিয়ে চক্কর দেয়ার সময় ওই ড্রোনটিকে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করা হয়। ড্রোনটি রাডার ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করেছে রেভ্যুলশনারি গার্ড।