অধিবেশন চলার সময়ে পর্নোছবি দেখার অভিযোগে বহিষ্কার করা হয়েছে ভারতের ওড়িশা রাজ্যের বিধানসভার সদস্য। আজ মঙ্গলবার ওই বিধানসভার স্পিকার নিরঞ্জন পূজারী কংগ্রেসের বিধায়ক নবকিশোর দাসকে বহিষ্কার করেন।
এদিকে অধিবেশন চলার সময়ে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারের কথা স্বীকার করেছেন বিধায়ক নবকিশোর। তবে পর্নোভিডিও দেখার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। নবকিশোর বলেন, ‘আমি ওই ধরনের ভিডিও ক্লিপ কখনো দেখিনি। মোবাইল ফোনে একটি ওয়েবপেজ খোলার চেষ্টা করছিলাম, সে সময় হঠাৎ ইউটিউবের ওই ভিডিও ক্লিপটি খুলে যায়।’ এ ব্যাপারে বিধানসভার স্পিকারের কাছে ব্যাখ্যা দেবেন বলে জানিয়েছেন তিনি।
নবকিশোর বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টায় ষড়যন্ত্র করা হচ্ছে।’
নবকিশোরের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ করেন বিজু জনতা দলের বিধায়ক প্রমীলা মল্লিক। বিষয়টি পূর্ণ তদন্ত করে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
ভারতে বিধানসভায় অশ্লীল ভিডিও দেখার অভিযোগ এটাই প্রথম নয়। ২০১২ সালে কর্নাটকের বিধানসভায় বিজেপির মন্ত্রী লক্ষ্মণ সভাদির বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। একই বছর গুজরাটের দুই বিধায়ক শঙ্কর চৌধুরী ও জেঠা ভারওয়ার্দের বিরুদ্ধে একই অভিযোগ ওঠে। দুজনই বিজেপির বিধায়ক।