আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ ৭ জুন মঙ্গলবার বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতির উপর ইউরোপিয়ান পার্লামেন্টে বির্তক হবে। নতুন নির্বাচন যাতে নির্দলীয়, নিরপেক্ষ ও সব রাজনৈতিক দলের অংশগ্রহণে হয় সেই আহবান সম্বলিত দাবিটি নিয়ে পঞ্চমবারের মত বির্তক হবে।
জানা গেছে, সব রাজনৈতিক দল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য নতুন নির্বাচনের তাগিদ আর চলমান রাজনৈতিক পরিস্থিতি, ব্লগার ও মুক্তমনা লেখকদের একে একে হত্যা, মানবাধিকারের লংঘন, হত্যা, গুম, খুন, লুট, আইনশৃঙ্খলা বাহিনীর নামে নাগরিকদের অপহরণ, খুন, বিনা বিচারে হত্যাকাণ্ড এই সব বিষয় থাকবে।
নির্ধারিত ডিবেট এর শিরোনাম রয়েছে- সিটুয়েশন ইন বাংলাদেশ(২০১৬/২৭২৯(আরএসপি) এবং ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট রুলস ১২৩- এর আওতায় পার্লামেন্টে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন।
পার্লামেন্টের সূত্রে জানা গেছে, ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী ফেডরিকা মোগেরিনি পার্লামেন্টের বির্তকে উপস্থিত থাকবেন এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপর বক্তব্য দিবেন।
ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি বাংলাদেশ নিয়ে সরাসরি কথা বলবেন।
ইইউ চাচ্ছে যত শীগ্র সম্ভব সকল পক্ষের অংশ গ্রহণের মাধ্যমে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন কাঠামোতে বাংলাদেশ পরিচালিত হোক- সেজন্যে ইইউ রাজনৈতিক শাখাকে কাজের সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছে। বাংলাদেশের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ও বান কি মুনের বিশেষ দূত তারানকো ও ইইউ এই ডিবেটের প্রতি বিশেষ নজর রাখবেন বলে জানা গেছে।
বিশ্লেষকরা আশা করছেন ইউরোপিয়ান পার্লামেন্টে সংসদ সদস্যদের বির্তকে বাংলাদেশের সংকট সমাধানের পথ সুগম হবে।