নিউইয়র্ক শহরের টাইমস স্কোয়ারে ব্যস্ত সন্ধ্যায় গিজগিজে মানুষের মধ্যে হঠাৎ করেই এল একদল তরুণী। শরীরে শুধুই জামা! কৌতূহলী মানুষ একটু হলেও ভড়কে গেলেন। কিন্তু তাদের অবাক হওয়ার শুরু ছিল এটি। একটু পরে ঘটল মূল ঘটনা। জনারণ্য টাইমস স্কোয়ারে ফটাফট জামা খুলে ফেললেন তরুণীরা। এরপর একেবারে নিরাবরণ। টপলেস! নগ্ন শরীরের বুক ও নিতম্বজুড়ে আছে শুধু আঁকাআঁকি। স্রেফ রং দিয়ে ভারতীয় পোশাকের অলঙ্করণ। এরপর শুরু হল ‘ছম্মক ছাল্লো’ নাচ! কিন্তু কেন?
Rebtel নামে একটি সুইডিশ মোবাইল নেটওয়ার্ক সংস্থার বিজ্ঞাপন ছিল এটি। বিজ্ঞাপনের নতুন স্টাইলে চোখ কপালে উঠেছে গোটা বিশ্ববাসীর। সংস্থার আপাদমস্তক ‘সেক্সিয়েস্ট’ মার্কেটিংয়ে সমালোচনাও তুঙ্গে। জানা গেছে, এই মোবাইল কোম্পানিটি সম্প্রতি একটি অফার চালু করেছে। যার মাধ্যমে ভারতে আনলিমিটেড ফোন করা যাবে তাদের নেটওয়ার্ক ব্যবহার করে।
‘আনলিমিটেড কলস টু ইন্ডিয়া।’ এই অফারের প্রচারেই Rebtel টাইমস স্কোয়ারে চার তরুণীকে দিয়ে একটি জনপ্রিয় ভারতীয় গান ‘ছম্মক ছাল্লো’ নাচ করিয়েছে। তাও আবার টপলেস। ভারতীয় পোশাক রয়েছে। কিন্তু তা শরীরে স্রেফ আঁকা, অর্থাৎ বডি পেইন্ট। পিঠে ট্যাটু করে লেখা ‘ওঁ’।
ভিডিও