মিসরের মিনা সাফোর গ্রামটিতে ‘জ্বিন’ আতংক ছড়িয়ে পড়েছে
মিসরের একটি গ্রামের অনেক বাড়ি আগুনে পুড়ে যাওয়ার পর গ্রামবাসীরা বলছে, ‘জ্বিন’ এসে বাড়িগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে।
আগুন আতংকে মিনা সাফোর নামের ওই গ্রামের অনেক পরিবার তাদের বাড়িঘর ফেলে এখন রাস্তায় বসবাস করতে শুরু করেছে।
এক মাসের কম সময় ধরে ওই বাড়িঘর গুলোয় আগুন লাগতে শুরু করে।
গ্রামবাসীরা বলছে, ‘জ্বিন’ এসে আগুন লাগিয়েছে।
এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনো পরিষ্কার কিছু জানা যায়নি।
এল-সায়িদ শাবান বলছেন, হঠাৎ করে আমরা কালো ধোয়া দেখতে পাই। তখন আমরা জানালার কাচ ভেঙ্গে বেরিয়ে আসি। আগুন নেভানোর যন্ত্রপাতি নিয়ে আগুন নেভাতে চেষ্টা করি, কিন্তু কিছুতেই আগুন আয়ত্তে আসেনি। পরে আরো সাতটি বাড়িতে আগুন লাগে।
গ্রামের এই বাড়িতে হঠাৎ করে আগুন লাগে
এটি অবশ্যই শয়তান এবং জ্বিনের কাজ, ‘জ্বিন’ এসে আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে, বলছেন শাবান।
তবে এ ধরণের অভিযোগ নাকচ করে দিয়েছেন ইসলামিক নেতারা।
কিন্তু বাড়ি ঘরে আগুন লাগার আতংকে গ্রামের বাসিন্দারা পরিবার-পরিজন নিয়ে রাস্তায় বাস করতে শুরু করেছেন।
এর আগেও মিসরের আরো কয়েকটি গ্রামে এরকম আগুন লাগার ঘটনা ঘটেছে।
সেসব ঘটনার তদন্ত শেষে কর্তৃপক্ষ ‘অলৌকিক’ কিছুর আশঙ্কা নাকচ করে দিয়েছেন। তারা বলছেন, পরিবেশগত কারণে এসব বাড়িতে আগুন লেগেছে।
সূত্র : বিবিসি
Prev Post
Next Post