আন্তর্জাতিক ডেস্কঃ বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা ও দক্ষিন আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা আর নেই। দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত চারটার দিকে তার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
ম্যান্ডেলা দির্ঘদিন ফুসফুসের সংক্রমনে ভুগছিলেন। তিন মাস হাসপাতালে থাকার পর তার নিজ বাসভবনে চিকিৎসাধীন ছিলেন।
দক্ষিন আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ম্যান্ডেলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি ম্যান্ডেলাকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলে অভিহিত করেন।
তিনি বলেন, ম্যান্ডেলাকে পূর্ণ রাষ্ট্রিয় মর্যাদায় আন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে ও জাতীয় পতাকা অর্ধনিমিত করা হবে।
দক্ষিণ আফ্রিকায় যখন সংখ্যালঘু শেতাঙ্গ সম্প্রদায়ের আধিপত্য, নিপীড়ন ও বৈষম্যমূলক শাসন ব্যাবস্থা চলছিল তখন বর্ণবাদ বিরোধী আন্দোলন নিয়ে রাস্তায় নামেন ম্যান্ডেলা। এজন্য দীর্ঘ ২৭ বছর কারাগারে কাটাতে হয় তাকে।
১৯৯৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান ম্যান্ডেলা। ১৯৯৪ সালে দক্ষিন আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন।