ডিউক ও ডাচেস অব কেমব্রিজের কোলে এলো নতুন অতিথি। ব্রিটিশ গৃহবধূ কেট মিডলটন জন্ম দিলেন কন্যাশিশুর। শনিবার লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে জন্ম হয় প্রিন্স উইলিয়াম ও কেটের দ্বিতীয় সন্তানের।
রাজপ্রাসাদ সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি। এতে বলা হয়েছে, কেট ও তার কন্যাশিশু দু’জনেই সুস্থ আছেন। বাংলাদেশ সময় শনিবার দুপুর ১২টায় হাসপাতালে ভর্তি হন কেট। সেন্ট মেরি হাসপাতালে কন্যাশিশু প্রসব করেন তিনি। হাসপাতালে তার সঙ্গে ছিল প্রথম সন্তান প্রিন্স জর্জ।
একই হাসপাতালে ২০১৩ সালের ২২ জুলাই জন্ম হয় জর্জের। দ্বিতীয় সন্তান প্রসবের সময় কেটের পাশে প্রিন্স উইলিয়াম ছিলেন কিনা তা জানানো হয়নি।
ধারণা করা হচ্ছে, তিনি ওই সময় হাসপাতালেই ছিলেন। কেননা এ উপলক্ষেই বিমান অভিযানের চাকরি থেকে ছুটি নিয়ে তিনি রাজপ্রাসাদে ফিরেন।
প্রসঙ্গত, প্রিন্স জর্জের জন্মের সময়ও স্ত্রীর পাশে ছিলেন উইলিয়াম।