মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপ্রার্থী জেব বুশের হয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বড় ভাই সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। শনিবারের প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ক্যারোলিনায় সোমবার এ প্রচারণা চালান জর্জ বুশ।
জর্জ ডব্লিউ বুশের উত্তরাধিকারী রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী জেব বুশ প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের ক্রুদ্ধ আক্রমণের শিকার হয়েছেন।
ফ্লোরিডার সাবেক গর্ভনর জেব বুশ নির্বাচনী প্রচারণার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন। তবে অর্থ ব্যয় করেও তেমন কোন সফলতা পাচ্ছেন না জেব বুশ। নির্বাচন হওয়া দুই রাজ্য নিউ হ্যাম্পশায়ার ও আইওয়ায় তিনি পরাজিত হয়েছেন। নিউ হ্যাম্পাশায়ারে টেক্সাস সিনেটর টেড ক্রুজ এবং আইওয়ায় ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি পরাজিত হন।
Next Post