ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশ ও জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা শরতাজ আজিজ বলেছেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র অর্জনের ঘটনা ভারতের সব স্বপ্ন গুড়িয়ে দিয়েছে।
শরতাজ আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে ভারতের একাধিপত্য প্রতিষ্ঠার মানসিকতার প্রতি ইঙ্গিত করে রবিবার এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, ভারতে এককভাবে এ অঞ্চলে কর্তৃত্ব করতে দেয়া হবে না।
তিনি বলেন, ‘পাক-চায়না ইকোনোমিক করিডোরকে ব্যর্থ করতে বিভিন্ন ধরনের পাকিস্তানের শত্রুরা নাশকতা করছে। তবে তারা সফল হতে পারবে না।’
সম্প্রতি পাকিস্তানের ভেতরে ভারতীয় গোন্দো সংস্থা ‘র’র নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ এনেছে পাক সেনাবাহিনী। সেনা কর্তৃপক্ষের এমন অভিযোগের কয়েক দিনের মধ্যেই শরতাজ এসব মন্তব্য করলেন।
সূত্র: ডন