[ads1]গত সপ্তাহে ভারতের পরমাণু ক্লাব এনএসজি-তে ঢোকার চেষ্টায় বেইজিং যখন বাধাসৃষ্টিতে ব্যস্ত ছিল, ঠিক তখনই চীনা সেনাও অনুপ্রবেশ করেছিল ভারতীয় ভূখণ্ডে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্তারা জানিয়েছেন এ কথা, মেনে নিয়েছে ইনটেলিজেন্স ব্যুরোও। জানা গেছে, ৯ তারিখ চারটি দলে বিভক্ত হয়ে ২৫০-র কাছাকাছি চীনা সৈন্য অরুণাচলের পূর্ব কামেং জেলার ইয়াংসে এলাকায় ঢুকেছিল। ঘণ্টা তিনেক এদিকে কাটিয়ে ছাউনিতে ফেরে তারা। মঙ্গলবার ভারতীয় পত্রিকায় এখবর প্রকাশিত হয়েছে।
অরুণাচলকে অধিকৃত তিব্বতের ভূখণ্ড বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে চীন, যদিও সেই দাবি বরাবর উড়িয়ে দিয়েছে ভারত। নয়াদিল্লি ঠিক করেছে, এ ব্যাপারে চীনা সরকারের কাছে প্রতিবাদ জানানো হবে। এর আগে ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত ৫ বছরে কয়েক হাজারবার ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে পিপলস লিবারেশন আর্মি। এ বছর এটাই তাদের প্রথম অনুপ্রবেশ।[ads2]
Prev Post