ভারতে মানুষপূজা

0

15222098765432ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদার বামনগোলা ব্লকের গঙ্গাপ্রসাদ কলোনিতে এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করল স্থানীয় বিবেকানন্দ সংহতি মঞ্চ। ওই সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল মানুষপূজা। সংগঠনের পক্ষ থেকে এলাকার দুঃস্থ মানুষজনকে পূজা করে তাঁদের হাতে বিভিন্ন ধরনের জিনিসপত্র তুলে দেওয়া হয়। পড়ুয়াদের দেওয়া হয় পাঠ্যসামগ্রী। অভিনব এই পূজা দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার মানুষ।

মালদা শহর থেকে গঙ্গাপ্রসাদ কলোনির দূরত্ব প্রায় ৭৫ কিলোমিটার। সেই প্রত্যন্ত গ্রামে গতকাল সকাল সাড়ে ১০টায় শুরু হয় মানুষপূজা। উপস্থিত ছিলেন সারদাতীর্থমের মঠাধ্যক্ষ স্বামী গিরিজাত্মানন্দজী মহারাজ, কাটিহার রামকৃষ্ণ মিশনের অবসরপ্রাপ্ত শিক্ষক সমরেন্দ্রনাথ চৌধুরী সহ গণ্যমান্য অনেকেই।

গিরিজাত্মানন্দজী মহারাজ বলেন, কোনো দেশের সবচেয়ে বড় সম্পদ মানুষ। স্বামী বিবেকানন্দ তাই মানুষকে আপন করার কথা বলেছেন প্রতিনিয়ত। স্বামীজির আদর্শ অনুসরণ করে তাই সবাইকে ভালোবাসতে হবে। কারণ, মানুষের মধ্যেই ঈশ্বরের অবস্থান। মানুষের সেবা মানে ঈশ্বরের সেবা।

মঞ্চের সভাপতি মৃগেন রায় বলেন, বর্তমান যুবসমাজ বিভিন্ন প্রলোভনের ফাঁদে পা দিয়ে লক্ষ্যভ্রষ্ট হচ্ছে। স্বামী বিবেকানন্দ যুব সমাজের ঈশ্বর। তাই তাঁর আদর্শ যুব সমাজের কাছে ছড়িয়ে দিতেই মানুষপূজার আয়োজন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More