ভারতের স্কুলগুলোতে মুসলিম শিশুরা ভীষণভাবে উপেক্ষিত। সেই সঙ্গে সংখ্যালঘু অন্য সম্প্রদায়েরশিশুদের অবস্থাও একই রকম।
হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেশ কয়েকটি রাজ্যে মুসলিমসহ সংখ্যালঘু শিশুরা মারাত্মকভাবে বৈষম্যের শিকার।
হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনের শিরোনাম দিয়েছে ‘তারা বলে আমরা নোংরা’। এতে বলা হয়েছে, ভারতের স্কুলগুলোতে শিক্ষকরা সংখ্যালঘু শিশুদের আলাদা করে বসতে দেন। এসব শিশুদেরকে নিয়ে নানা কটূক্তি করেন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, আধিপত্যশীল সম্প্রদায়ের শিশু ও শিক্ষকরা সংখ্যালঘু শিশুদের জাত, বর্ণ, ধর্ম নিয়ে তামাশা করে থাকেন। কোনো কোনো স্কুলে ধর্ম-বর্ণের কারণে সংখ্যালঘু শিশুদের দিয়ে টয়লেট পরিষ্কার করানো হয়। এমন কি সরকারের পক্ষ থেকে স্কুলে শিশুদের যে খাবার দেওয়া হয়, সেখানে এ ধরনের শিশুদের পরে খেতে দেওয়া হয়।
এ ছাড়া দলিত শিশুদের ক্লাসমনিটর করা হয় না। তাদের সঙ্গে হিন্দু শিশুদের মিশতে দেন না শিক্ষকরা।
হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে আরো বলেছে, শিক্ষাদানের মতো যোগ্য শিক্ষক নিয়োগ না দেওয়ায় অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটছে।