ভারতে পর্নগ্রাফির ৮৫৭ টি সাইট বন্ধ করা হয়েছে। অপ্রাপ্তবয়স্কদেরকে এ সাইটগুলো থেকে দূরে রাখার চেষ্টায় এ পদক্ষেপ নেয়া হয়। তবে প্রাপ্তবয়স্করা এখনো পর্ন সাইট দেখতে পারবে।
জুলাইয়ে সরকার পর্ন সাইটগুলো বিশেষ করে শিশু পর্নো সাইট বন্ধ না করতে পারার কারণে অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট।
টেলিকম কোম্পানিগুলো অবশ্য বলেছে, তারা এখনই নিষেধাজ্ঞা কার্যকর করতে সক্ষম না।
একটি কোম্পানি পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক নির্বাহী কর্মকর্তা দ্য টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, “আমাদেরকে এক এক করে প্রতিটি সাইট বন্ধ করতে হবে। সব সাইট বন্ধ করতে কয়েকদিন লেগে যাবে।
গত সপ্তাহেই ভারতের টেলিকম অপারেটর ও ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর কাছে এ সাইটগুলো বন্ধের নির্দেশ পৌঁছায়।
কিন্তু বিষয়টি নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড় বইতে শুরু করেছে। সাধারণ গ্রাহক থেকে শুরু করে অনেক বিশিষ্টজনই সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছেন। সরকারের সিদ্ধান্তকে তালেবান ও আইএস-এর সঙ্গেও তুলনা করেছেন কেউ কেউ।