ভারত থেকে ২০১৪-১৫ অর্থবছরের তুলনায় ৫১ শতাংশ কম তেলবীজ রফতানি হয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে জানানো হয়েছে, দেশটিতে পণ্যটির উৎপাদন কমার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দামে বৈষম্যের কারণে চলতি অর্থবছর রফতানি রয়েছে কমতির দিকে।
গত মাসে ভারত থেকে রফতানি হয়েছে ১৭ হাজার ২৪৩ টন তেলবীজ। এর পরিমাণ ২০১৫ সালের একই সময়ে ছিল ১ লাখ ৮৫ হাজার ৬৫৪ টন। অর্থাত্ গত বছরের জানুয়ারির তুলনায় এবার ভারত থেকে তেলবীজ রফতানি কমেছে ৯১ শতাংশ। এই তথ্য দিয়েছে, সলভেন্ট এক্সট্রাক্টরর্স অ্যাসোসিয়েশন।