নয়াদিল্লি: দিল্লির রাজ্যসভা নির্বাচনে ভূমিধস বিজয়ের পথে এগিয়ে যাচ্ছেন দুর্নীতিবিরোধী নেতা অরবিন্দ কেজরিওয়াল। তার আম আদমি পার্টি (আপ) ৭০ আসনের মধ্যে ৫৪টিতেই এগিয়ে রয়েছে। ক্ষমতাসীন বিজেপি এগিয়ে মাত্র ১২ আসনে।
মঙ্গলবার সকালে প্রাথমিক ভোট গণনায় এ ফল দেখা গেছে।
নির্বাচনে যথারীতি কংগ্রেসের ভরাডুবি ঘটেছে। দলটি এগিয়ে রয়েছে মাত্র ১ আসনে। ২ আসনের ফল এখনো ঘোষণা করা হয়নি।