ভেনেজুয়েলার কারাকাসে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে অন্তত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে শুরু বিক্ষোভের তৃতীয় দিনে বিরোধীরা জাতীয় নির্বাচনী পরিষদ ভবনের উদ্দেশে যাত্রা করলে পুলিশ বাধা দেয়। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হলে একপর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। বিশ্ববাজারে তেলের দাম ধরে না রাখতে পারায় তীব্র অর্থনৈতিক সংকট এবং জীবন যাত্রার মান বিপর্যস্ত হয়ে পড়েছে ভেনেজুয়েলায়। এখন বিরোধী দল সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের দাবি করে আসছে। এ অবস্থায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ৬০ দিনের জরুরি অবস্থার ঘোষণা করলে শুরু হয় সরকারবিরোধী আন্দোলন। বিক্ষোভকারীরা বিবিসিকে বলেছেন, ভেনেজুয়েলায় এ মুহূর্তে কোনো স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব না। খাবার ও প্রয়োজনীয় ওষুধের অভাব যেমন প্রকট, তেমনি বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সঙ্গে ব্যাপক মুদ্রাস্ফীতির মধ্যে লুটপাটের মতো ঘটনা ছড়িয়ে পড়ছে। কিন্তু প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজের মেয়াদ পূর্ণ করার আগে অনাস্থা ভোট বা পুনরায় নির্বাচন না করার ব্যপারে এখনো অনড় অবস্থানে রয়েছেন।