ঢাকা: দেশের কোনো ধর্মীয় স্থানে পশু বলি না করার নির্দেশ দিয়েছেন হিমাচল প্রদেশের হাইকোর্ট। সোমবার বিচারপতি রাজীব শর্মা ও বিচারপতি সুরেশ্বর ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সরকারি চোখকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যারা বলি দানের মহোৎসব করতো আইনি সিলমোহরের পর তবে কী এবার সত্যিই বন্ধ হতে চলেছে পশু বলি। হিন্দুদের ধর্মীয় উৎসব পূজা উপলক্ষে চলে মিষ্টিমুখ, পরিবারের সব আত্মীয় পরিজন জড়ো হন এক সঙ্গে। পরস্পরের সান্নিধ্যের উষ্ণতায় ভরে ওঠে পূজা। পশুপাখি ও প্রকৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পরেও এখনো বলি প্রথা বহু জায়গাতেই রয়ে গেছে। যারা পশু লালন পালন করেন তাদের কাছে এ পাঁঠা বলির উপর নিষেধাজ্ঞা সুখবরই বটে।
পশু বলি বা হত্যা বন্ধের প্রতিবাদে বহু মিছিল, সভা হয়েছে। কিন্তু ধার্মিকরা পূজা, যজ্ঞে বলি দানকে পূজার বিশেষ অঙ্গ বলে মনে করেন।