ঢাকা: মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজের অনুসন্ধান কার্যক্রমের অনেকটা সমাপ্তির ইঙ্গিত দিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেছেন, মহাসাগরে এমএইচ৩৭০ উড়োজাহাজটির কোনো খোঁজ পাওয়ার সম্ভাবনা একেবারেই কম।
সোমবার সকালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো টনি অ্যাবোটের এ বক্তব্য প্রচার করেছে।
অ্যাবোটের এ কথার মধ্য দিয়ে প্রায় দেড় মাস ধরে নিখোঁজ উড়োজাহাজটির দক্ষিণ ভারত মহাসাগরের জলসীমায় খোঁজ মেলার সম্ভাবনাও প্রায় মিইয়ে গেলো। তবু অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রেখেছে মালয়েশিয়া, চীনসহ বিভিন্ন দেশ।
মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ৩৭০ উড়োজাহাজটি ৭ মার্চ রাতে কুয়ালালামপুর থেকে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রুসহ চীনের বেইজিংয়ের উদ্দেশে রওয়ানার হওয়ার ৪০ মিনিটের মধ্যে নিখোঁজ হয়। তারপর থেকে সমুদ্রে ও স্থলে খোঁজে তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশ।
বিভিন্ন স্যাটেলাইটে ধ্বংসাবশেষের চিহ্নের চিত্র ধরা পড়েছে দাবি করা হলেও পরবর্তীতে সেসব দাবির যথার্থতা মেলেনি।