মার্কিন র্যাপ সঙ্গীত শিল্পী ক্লারেন্স রিড মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। রোববার তার ম্যানেজার একথা জানিয়েছেন। অত্যন্ত জনপ্রিয় এই আমেরিকান আরঅ্যান্ডবি তারকা ব্লোফ্লাই নামে সুপরিচিত। মঞ্চে তিনি এ নামেই পরিচিত। তিনি মঞ্চে উঠে অত্যন্ত সাবলিলভাবে চমৎকার র্যাপ করতে পারতেন। ম্যানেজার ও ড্রামার টম বাওকার রিডের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছেন, ‘এই অসাধারণ প্রতিভাবান ব্যক্তি তার বাবা-মার দেয়া নাম ও ব্লোফ্লাই নামে পরিচিত। এই মাস্টার অব ক্লাস আজ শান্তিতে মৃত্যু বরণ করেছেন।’
রোলিং স্টোন পত্রিকা জানায়, রিডের এক মুখপাত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার বাওকার জানিয়েছিলেন, লিভার ক্যান্সর ও বেশ কয়েকটি অঙ্গ বিকল হয়ে পড়ায় রেইকে হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। রোলিং স্টোন জানিয়েছে, রিড মায়ামির টিকে রেকর্ডসের একজন গীতিকার ছিলেন।
এখানে ১৯৬০ ও ১৯৭০ এর দশকে বড় বড় তারকা শিল্পীর জন্য তিনি গান রচনা করেন। এরপর তিনি র্যাপ তারকা হিসেবে ব্লোফ্লাই নামে বিপুল জনপ্রিয়তা লাভ করেন। ১৯৭১ সালে ক্লোফ্লাইয়ের প্রথম অ্যালবাম ‘দ্য উইয়ার্ড ওয়াইল্ড ওয়ার্ল্ড অব ব্লোফ্লাই’ মুক্তি পায়। এরপর ১৯৮০ সালে ‘ব্লোফ্লাই’স পার্টি’সহ বেশ কয়েকটি অ্যালবাম মুক্তি পায়। ২০০৬ সালে তার দুটি অ্যালবাম ‘ফারেনহাইট ৬৯’ ও ‘ব্লোফ্লাই’স পাঙ্ক রক পার্টি’ নামে দুটি অ্যালবাম মুক্তি পায়।