বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়ায় এক রাতের অভিযানে অন্তত ৯৭১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদির ঘোষণার পর এ অভিযান চালানো হলো। আটককৃতদের মধ্যে অন্তত ছয়জন বাংলাদেশের নাগরিক রয়েছে বলে জানিয়েছে দ্য স্টার।
মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, শুক্রবার রাত ১০টার পর থেকে দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে ২,১৮২ জন অভিবাসীর পরীক্ষার পর ওই ৯৭১ জনকে আটক করা হয়েছে।
দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক সাকিব কুসমির বরাত দিয়ে শনিবার বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, বৈধ কাগজপত্র না থাকায় এবং মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও সেখানে অবস্থান করায় তাদেরকে আটক করা হয়েছে। আটক অনেকের কাছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের ‘ভুয়া’ কার্ড পাওয়া গেছে।
আটককৃতদের ইমিগ্রেশন বিভাগের ডিটেনশন ডিপোতে রেখে পরবর্তী তদন্ত করা হবে। এরপর তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Prev Post
Next Post