ঢাকা: সম্প্রতি ইরাকে সুন্দরী প্রতিযোগিতায় নির্বাচিত সেরা সুন্দরী শায়মা আবদেলরহমানকে ইসলামিক স্টেটে যোগ দিতে বলেছে সন্ত্রাসী গোষ্ঠীটি।
টেলিফোন করে তাকে দায়েশে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় তাকে অপহরণ করা হবে বলে হুমকি দেয়া হয়েছে। ১৯৭২ সালের পর গত শনিবার প্রথম ইরাকের রাজধানী বাগদাদে সুন্দরী প্রতিযোগিতা হয় এবং তাতে শায়মা ‘মিস ইরাক’ নির্বাচিত হন।
এরপরই তাকে অজ্ঞাতনামা টেলিফোনে যোগাযোগ করে আইএসে যোগ দিতে বলা হয়েছে। তবে ২০ বছর বয়সী শায়মা বলেছেন, তিনি ভয় পাবার লোক নন।