ঢাকা: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমায় মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টা পরই জার্মানিতে পাড়ি জমিয়েছেন সাবেক রুশ ধুনকুবের মিখাইল খোদরকোভস্কি। রাশিয়ার প্রাক্তন এই তেল ব্যবসায়ী প্রায় এক যুগ ধরে জেলবন্দি থাকার পর শুক্রবার মুক্তি পান।
মুক্তি পাওয়ার পর খোদরকোভস্কি(৫০) এক বিবৃতিতে পুতিনের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তার মায়ের অসুস্থতার কারণে তিনি রুশ প্রেসিডেন্টের কাছে মুক্তির জন্য আবেদন করেছিলেন। তবে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। তিনি আইনী লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন।
এর আগে পুতিন বলেছিলেন, মানবিক দিক বিবেচনা করে তিনি খোদরকোভস্কিকে ক্ষমা করেছেন। রাশিয়ার সাবেক এই তেল ব্যবসায়ী এক সময় সে দেশের বিরোধী দলগুলোকে নিয়মিত অর্থ সহায়তা করতেন। কর ফাঁকি এবং জালিয়াতি মামলায় তাকে আটক করা হয়েছিল।
শুক্রবার কারাগার থেকে মুক্ত হওয়ার কয়েক ঘণ্টা পরই জার্মানির উদ্দেশে রওয়ানা হন খোদরকোভস্কি।পরে জার্মান পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে সেন্ট পিটারসবুর্গ থেকে তার বার্লিন বিমানবন্দরে পৌঁছানোর খবর নিশ্চিত করে।
এদিকে খোদরকোভস্কির মুক্তির ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গোলা মেরকেল।